বাজিতপুরে জমি সংক্রান্তের জের

যুবদল নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫, ০৫:১৩ পিএম
যুবদল নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বেলভিটা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৬ মাস হিলচিয়া বাজারে মহাদেব পানের দোকানের সামনে বিকেল ৫ টার দিকে মোবারক মিয়ার নিদের্শে মামুন মিয়া, গুনি মামুন, হুমায়ূন মিয়া, মরম আলী সহ ২-৩ জন দেশীয় অর্শ সজ্জিত হয়ে হিলচিয়া ইউনিয়নের বি এন পি সাবেক সাংগঠিক সম্পাদক আব্দুল কুদ্দুস (৫০) কে গুরুতর আহত করে। প্রথমে আব্দুল কুদুস কে ভাগলপুর জহুরুল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এরি প্রতিবাদে গত কাল মঙ্গলবার সকাল ১১টায় কয়েকশত গ্রামবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে আব্দুল কুদ্দুসের ভাই মামলার বাদি উজ্জল মিয়া সাংবাদিক দের জানান যুবদলনেতা, মাদক ব্যবসায়ি মোবারক মিয়াকে দলথেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতার আনার আহবান জানান। এ বিষয়ে সোমবার বাজিতপুর থানায় মোবারক মিয়া মামুন মিয়া গুনি মামুন, হৃদয় মিয়া, মরম আলী বিরুদ্বে মামলা দায়ের করেন। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

আপনার জেলার সংবাদ পড়তে