গাঁজা গাছসহ চাষী গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৩:৩৯ পিএম
গাঁজা গাছসহ চাষী গ্রেপ্তার

গাঁজা গাছসহ চাষী মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে জেলার বানারীপাড়া থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার ইলুহার ইউনিয়ের ৭ নম্বর ওয়র্ডের বাসিন্দা মহিউদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির একটি বাগান থেকে গাঁজা গাছটি জব্দ করা হয়েছে। 


আপনার জেলার সংবাদ পড়তে