পাংশায় বিএনপির ইফতার মাহফিল

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৭:৩৫ পিএম
পাংশায় বিএনপির ইফতার মাহফিল

পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাবাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ২৩ মার্চ রোববার সন্ধ্যায়  ড. কাজী মোতাহার হোসেন কলেজ ক্যাম্পাসে ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি গাজী হাবিব, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন, পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম,  বালিয়াকান্দী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন চেয়ারম্যান ও পাংশা পৌর বিএনপির সাবেক সভাপতি শওকত আলী সরদার। প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ভালো মানুষ নির্বাচনে আপনারা ভুল করবেন না। তিনি পাংশা কালুখালী বালিয়াকান্দীর সব মানুষের বন্ধু নাসিরুল হক সাবুর রোগ মুক্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে