হার দিয়ে আইপিএল শুরু করলো কলকাতা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৭:৩৭ পিএম
হার দিয়ে আইপিএল শুরু করলো কলকাতা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। গত শনিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরুর কাছে ৭ উইকেটে হেরেছে কলকাতা। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় কলকাতা। ওপেনার কুইন্টন ডি কক ৪ রানে আউট হন। দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ১০৩ রানের জুটি গড়েন আরেক ওপেনার সুনীল নারাইন ও আজিঙ্কা রাহানে। ৫টি চার ও ৩টি ছক্কায় ২৬ বলে নারাইন ৪৪ রানে আউট হলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন অধিনায়ক রাহানে। ৬টি চার ও ৪টি ছক্কায় ৩১ বলে ৫৬ রান করেন তিনি। দলীয় ১০৯ রানের মধ্যে নারাইন ও রাহানের বিদায়ের পর মিডল অর্ডারে আঙ্করিশ রাঘুভাংশির ৩০ রানের সুবাদে ২০ ওভারে উইকেটে ১৭৪ রানের সংগ্রহ পায় কলকাতা। ব্যাঙ্গালুরুর স্পিনার ক্রুনাল পান্ডিয়া ৩ উইকেট নেন। জবাবে ব্যাঙ্গালুরুকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। উদ্বোধনী জুটিতে ৫১ বলে ৯৫ রান যোগ করেন তারা। হাফ-সেঞ্চুরি তুলে ৫৬ রানে আউট হন সল্ট। তার ৩১ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা ছিল। এরপর দেবদূত পাড্ডিকাল ১০ ও অধিনায়ক রজত পাতিদার ৩৪ রানে আউট হলে লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ২২ বল হাতে রেখেই ব্যাঙ্গালুরুর জয় নিশ্চিত করেন কোহলি। ৪টি চার ও ৩টি ছক্কায় কোহলি ৩৬ বলে ৫৯ এবং লিভিংস্টোন ৫ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন। ম্যাচের আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে পারফর্ম করেন কলকাতার কর্ণধার ও বলিউড তারকা শাহরুখ খান, দিশা পাটানি, সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।

আপনার জেলার সংবাদ পড়তে