এয়ার ইন্ডিয়ার কড়া সমালোচনায় ওয়ার্নার

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৭:৩৮ পিএম
এয়ার ইন্ডিয়ার কড়া সমালোচনায় ওয়ার্নার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকদিন হলো অবসর নিয়েছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। অবসর নিলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন এই তারকা। তবে এবার ভিন্ন কারণে শিরোনাম হলে। এই বাঁহাতি ব্যাটার। বিমানে বিরূপ অভিজ্ঞতায় হতাশ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন এই তারকা। সম্প্রতি এয়ার ইন্ডিয়া একটি ফ্লাইটে ভ্রমণ করছিলেন ওয়ার্নার। তবে সেই বিমানে ছিল না পাইলট। ফলে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে ওয়ার্নারকে। এ নিয়ে হতাশ ওয়ার্নার এক্সে লিখেছেন, ‘আমরা এমন একটি বিমানে উঠেছি যেখানে কোনও পাইলট নেই এবং ঘন্টার পর ঘন্টা বিমানে অপেক্ষা করছি। কেন আপনি আপনার বিমানের জন্য কোনও পাইলট নেই জেনেও যাত্রীদের বিমানে উঠাবেন?’ এই তারকার অভিযোগের জবাব দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বেঙ্গালুরুতে খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্বিত হয়েছে, যার ফলে বেশ কয়েকটি এয়ারলাইন্সের সূচিতে ব্যাপক পরিবর্তন এবং বিলম্ব ঘটেছে। এয়ারলাইনটি আরো জানায়, ওয়ার্নারের ফ্লাইটে নিযুক্ত ক্রুরা অন্য একটি কাজে ব্যস্ত ছিলেন, যা আরো বেশি স্থবিরতা তৈরি করেছে। অসুবিধা হলেও এয়ার ইন্ডিয়া পরিস্থিতি স্বীকার করে নিয়েছে এবং ওয়ার্নার এবং অন্যান্য যাত্রীদের যে বিঘ্নের সম্মুখীন হতে হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছে। ওয়ার্নারের অভিযোগের জবাবে এয়ার ইন্ডিয়া লিখেছে, ‘প্রিয় মিঃ ওয়ার্নার, বেঙ্গালুরুতে আজকের প্রতিকূল আবহাওয়ার কারণে সমস্ত এয়ারলাইন্সের ফ্লাইটের রুট পরিবর্তন এবং বিলম্ব হয়েছে। আপনার ফ্লাইট পরিচালনাকারী ক্রুদের পূর্ববর্তী একটি দায়িত্বের ভারে এই বিলম্বের কারণে আটকে রাখা হয়েছিল। যার ফলে ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে। আমরা আপনার ধৈর্যের জন্য কৃতজ্ঞ এবং আমাদের সাথে বিমানে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।’ এবারের আইপিএলে দল পাননি ডেভিড ওয়ার্নার। মেগা নিলামে অবিক্রীত থাকা এই তারকাকে এবার পাকিস্তান সুপার লিগে লিটন দাসের সাথে করাচি কিংসের হয়ে খেলতে দেখা যাবে তাকে।

আপনার জেলার সংবাদ পড়তে