বাজিতপুরের সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সংবর্ধনা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ০৪:২৬ পিএম
বাজিতপুরের সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সংবর্ধনা

 কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল জাতীয়করণকৃত কলেজ শিক্ষক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক করায় গত রবিবার বিকালে কলেজ মিলনায়তনে এক অনাড়ম্ভর পরিবেশে শিক্ষক কর্মচারী পরিষদ তাকে সংবর্ধনা দিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল বলেন, এতদিন ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষকদের অধিকার বাস্তবায়িত হয় নাই। এখন দিন এসেছে শিক্ষক ও কর্মচারীদের অধিকার জাতীয় ভাবে পরিবর্তন হওয়ার। তিনি বলেন, আমি যদি বেঁচে থাকি তাহলে শিক্ষকদের অধিকার বাস্তবায়ন করবেন বলে সংবর্ধনা এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন, বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক কন্টিরাম দাস, শিক্ষক কর্মচারী জোটের সাধারণ সম্পাদক শাহীন আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়া আহমেদ শামীম, বাল্কহেড মালিক সমিতির সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বাচ্চু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা শুভ্র, অঞ্জন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক ফারুক আহমেদ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে