চট্টগ্রামের হাটহাজারীতে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান ্র্যলী ও আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা দূর্নীতি দমন কমিশন উপ- সহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা। অনুষ্ঠানে তিন জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হাটহাজারী পৌরসভার শারমিন, ফতেপুর ইউনিয়নের সফল জননী মনোয়ারা বেগম এবং নির্যাতনের বিবিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী পৌরসভার শাহনাজ আক্তার। অনুষ্ঠানে এি তিনজনকে ক্রেষ্ট প্রাইজ বন্ড ও সনদপত্র প্রদান করে অতিথিবৃন্দ।