নগরীতে সংযোগ প্রতিদিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এফএনএস (এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ১০:১৩ পিএম
নগরীতে সংযোগ প্রতিদিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক সংযোগ প্রতিদিন পত্রিকার পরিবারের পক্ষ থেকে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। (২৬ রমজান) উপলক্ষে খুলনার নগরীর ময়লাপোতা রাধুনি হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ফজলুর রহমান। 

সংযোগ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. মিশারুল ইসলাম মনিরের সার্বিক পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সংযোগ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক খান মাহাবুব হোসেন, জন্মভূমি পত্রিকার মফস্বল সম্পাদক রিংটন মন্ডল, প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ আজিম, মো. শাহাজান জোমাদ্দার, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, শহিদুর রহমান, মো. রমজান আলী (খোকন), শেখ মো. রাজিব হোসেন (পান্না), মো. সাজ্জাদ হোসেন সজল প্রমুখ। অনুষ্ঠান শেষে মো. শাহাজান জোমাদ্দার ও ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারকে সংযোগ প্রতিদিনে প্রতিনিধি হিসেবে সংযুক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে