মোল্লাহাটে বেগম রোকেয়া দিবস পালন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৭ এএম
মোল্লাহাটে বেগম রোকেয়া দিবস পালন

বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনে র‌্যালি, আলোচনা সভা ও জয়িতা পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। "নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে সোমবার সকাল ১১ টায় এক র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। সহকারী কমিশনার ভূমি তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, বিশেষ অতিথি ছিলেন, মোল্লাহাট লেডিস ক্লাবের সভাপতি নবনীতা অধিকারী ও থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এছাড়া বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, নির্বাচন কর্মকর্তা ইসহাক, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, প্রভাষক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রামপদ বিশ্বাস।

আপনার জেলার সংবাদ পড়তে