বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনে র্যালি, আলোচনা সভা ও জয়িতা পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। "নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে সোমবার সকাল ১১ টায় এক র্যালি অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। সহকারী কমিশনার ভূমি তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, বিশেষ অতিথি ছিলেন, মোল্লাহাট লেডিস ক্লাবের সভাপতি নবনীতা অধিকারী ও থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এছাড়া বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, নির্বাচন কর্মকর্তা ইসহাক, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, প্রভাষক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রামপদ বিশ্বাস।