দ্বিতীয় স্ত্রীকে ঘরে তুলতে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৫, ০১:৫৩ পিএম
দ্বিতীয় স্ত্রীকে ঘরে তুলতে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ

দ্বিতীয় স্ত্রীকে ঘরে তুলতে পরিকল্পিতভাবে প্রথম স্ত্রীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার কথা রটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত গৃহবধূর ভ্যানচালক বাবা রুবেল মোল্লা রবিবার দুপুরে এ অভিযোগ করেছেন। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম জানান, এক সন্তানের জননী মৃত গৃহবধূ নিশি আক্তারের (২১) মরদেহের ময়নাতদন্ত শেষে শনিবার (৬ এপ্রিল) বিকেলে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওইদিন রাতেই নিশির বাবার বাড়িতে মরদেহ দাফন করা হয়েছে। ওসি আরও জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা। এ ঘটনায় মৃতের পরিবার থেকে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রমতে, মশাং গ্রামের বাসিন্দা লিটন হাওলাদারের ছেলে স্থানীয় একটি বেকারীর সেলসম্যানের কাজ করা রাব্বির সাথে গত চার বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয় একই গ্রামের ভ্যানচালক রুবেল মোল্লার মেয়ে নিশি আক্তারের। দাম্পত্য জীবনে তাদের দুইবছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। মশাং বাজারের দক্ষিণ পার্শ্বের একটি বাড়িতে নিশিকে নিয়ে ভাড়ায় থাকতেন রাব্বি।

মৃত নিশি আক্তারের মামা সাদ্দাম খান বলেন, বিয়ের পর থেকে রাব্বি ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য নিশিকে প্রায়ই  মারধর করতেন। নিশির অসহায় ভ্যানচালক বাবার পক্ষে যৌতুকের টাকা দেওয়া সম্ভব না হওয়ায় রাব্বি গত ৪ মাস আগে পূর্ব সাতলা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে লামিয়া আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন। এনিয়ে নিশি ও তার স্বামী রাব্বির দাম্পত্য কলহ চলে আসছিলো।

মৃত নিশির বাবা রুবেল মোল্লা বলেন, আমার মেয়েকে রাব্বি ও তার দ্বিতীয় স্ত্রী লামিয়া আক্তারসহ ৫/৬ জনে গত ৫ এপ্রিল দিবাগত রাতে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার কথা রটিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, কিছুদিন আগেও লামিয়া এসে আমার মেয়েকে হুমকি দিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন। অভিযোগের ব্যাপারে মৃত নিশির স্বামী রাব্বি হাওলাদার ও তার পরিবারের সদস্যদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ও নিজ এলাকা থেকে আত্মগোপন করায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে