ট্রাম্পের শুল্ক পর্যালোচনায় বৈঠক চলছে

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৫, ০৫:১১ পিএম
ট্রাম্পের শুল্ক পর্যালোচনায় বৈঠক চলছে

বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই শুল্ক পর্যালোচনা করতে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। 

রোববার বিকেল সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়েছে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেসসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, অর্থ সচিব এবং কয়েকজন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে