ধামইরহাটে গাজায় বর্বোরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৪:৫৬ পিএম
ধামইরহাটে গাজায় বর্বোরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর ধামইরহাটে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আল আকসা পুনুরুদ্ধার ও মাজলুম ফিলিস্তিনিদের আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ধামইরহাটের সর্বস্তরের মুক্তিকামী তৌহিদী জনতার ব্যানারে ৭ এপ্রিল বাদ জোহর ঐতিহাসিক নিমতলীর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ক্যান্টিন মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ধামইরহাট শাখার সেক্রেটারী  মাওলানা আব্দুল্লাহ শাহপূরী, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো. কাওছার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আল ইত্তেহাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। দোয়া পরিচালনা করে মাওলানা তানজিল আহমাদ এবং ছাত্রনেতা ওয়াসিফ আরাফাত অভি, মওদুদ হোসেন সহ বিভিন্ন বয়সী মুসল্লিগণ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।