ইসরায়েলি নৃশংসতা’র প্রতিবাদে বৃহস্পতিবার র‌্যালির ঘোষণা বিএনপির

এফএনএস অনলাইন:
| আপডেট: ৯ এপ্রিল, ২০২৫, ০৭:৪৮ পিএম | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৫, ০৩:০৩ পিএম
ইসরায়েলি নৃশংসতা’র প্রতিবাদে বৃহস্পতিবার র‌্যালির ঘোষণা বিএনপির

নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাজা ও রাফায় ইসরায়েলি ‘বর্বরোচিত নৃশংসতা’র প্রতিবাদে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীসহ সারাদেশে র‌্যালির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু রাজধানী ঢাকা নয়, একই দিন সারাদেশের মহানগরগুলোতেও একই ধরনের কর্মসূচি পালিত হবে। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে এই প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে দলটি।

আপনার জেলার সংবাদ পড়তে