পোরশায় স্বাধীনতা ও গণহত্যা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

এফএনএস (এম রইচ উদ্দিন, পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৫, ০৫:২১ পিএম
পোরশায় স্বাধীনতা ও গণহত্যা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

নওগাঁর পোরশায় গণহত্যা দিবস ও স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসগুলিতে স্থানীয় কর্মসূচি পালনের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির সহ কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে