সরাইলে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, সতর্কাবস্থায় পুলিশ

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০২:৩৮ পিএম
সরাইলে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, সতর্কাবস্থায় পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তেরকান্দা গ্রামে সংঘর্ষে আহত মো. জসিম মিয়া (৪৮) মৃত্যুবরণ করেছেন। প্রয়াত মুসলেম উদ্দিনের ছেলে জসিমের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ওই গ্রামে অবস্থান করছেন সরাইল থানা পুলিশ। 

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি ও পূর্ব বিরোধের জেরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে একাধোরে দুই দিন সংঘর্ষের ঘটনা ঘটেছে। বসতঘর ভাঙচুর লুটপাট ও অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইউএনও মো. মোশারফ হোসাইন ও ওসি মো. রফিকুল হাসানের নেতৃত্বে পুলিশের পাশাপাশি গ্রামে সেনা সদস্যদের টহলও অব্যাহত রয়েছে। গত মঙ্গলবারের সংঘর্ষে পেটে বল্লমের আঘাতে গুরূতর আহত হন গ্রামের হাদির বাড়ির জসিম। সেইদিন আহত হয়েছিল জসিমের কিশোর ছেলে হৃদয়ও (১৪)। আশঙ্কাজনক অবস্থায় পিতা পুত্র দু’জনকেই ঢাকায় নেয়া হয়েছিল। দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত বুধবার দিবাগত গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জসিম। জসিম মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তেরকান্দা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  তবে গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কাবস্থায় রয়েছে পুলিশ। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান বলেন, লাশের সূরতহাল রিপোর্ট প্রস্তুতকরণ ও ময়না তদন্তের জন্য প্রেরণের কাজ চলছে। ওই গ্রামে পুলিশ অবস্থান করছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।