রাজশাহীতে বিশ্বব্যাপী জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবেলায় জাতীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ ও খরা তহবিল গঠনের দাবি জানিয়ে এ কর্মসূচির আয়োজন করে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং বরেন্দ্র ইয়ুথ ফোরাম। কর্মসূচিতে বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বরেন্দ্র অঞ্চলে তাপদাহ, খরা ও পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এই সংকট কৃষি, জীববৈচিত্র্য, জীবন-জীবিকা এবং সামাজিক স্থিতিশীলতার ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। তারা মনে করেন, বরেন্দ্র এখন শুধু একটি কৃষি-ভিত্তিক সংকট নয়, এটি একটি জলবায়ু সংকট হিসেবে জাতীয়ভাবে চিহ্নিত হওয়া দরকার। জলবায়ু ধর্মঘটে বরেন্দ্র ইয়ুথ ফোরামের পক্ষ থেকে উপস্থাপিত খরা ঘোষণাপত্রে বলা হয়, খরা যেন হত্যা করছে কৃষক, আদিবাসীসহ প্রান্তিক মানুষকে। পানির সংকটের কারণে সহিংসতা ও বঞ্চনা বাড়ছে, যা এখনই প্রতিরোধ করা জরুরি। ঘোষণাপত্রে পাঁচটি মূল দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে- জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে খরা তহবিল গঠন, বরেন্দ্র অঞ্চলের বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি জাতীয় খরা নীতিমালা প্রণয়ন, খরাপীড়িত মানুষের জন্য খরা ভাতা চালু এবং বৈষম্যমূলক পানি ব্যবস্থাপনা নীতিমালার সংস্কার করা। বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনিম জামালের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিকের পরিচালনায় কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।