পুলিশ দেখে পালাতে গিয়ে ধরা খেল ইয়াবা ব্যবসায়ী

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) :
| আপডেট: ১০ এপ্রিল, ২০২৫, ০৭:২০ পিএম | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৭:২০ পিএম
পুলিশ দেখে পালাতে গিয়ে ধরা খেল ইয়াবা ব্যবসায়ী

দিনাজপুরের ঘোড়াঘাটে কলাবাড়ী মাদরাসার সামনে থেকে একশ পিচ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করে ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার কশিগাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে আরজান ওরফে বাবু মিয়া (৪৪)। পুলিশ জানায়,বুধবার রাত ৯টায় মহাসড়ক দিয়ে মটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই যুবক। সে সময় রাস্তায় পুলিশের চেক পোষ্ট দেখে মোটর সাইকেল ফেলে রেখে সে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহ হওয়ায় গাড়ীতে থাকা পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে ধরে ফেলে তার প্যান্টের পকেট থেকে একশ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান,গ্রেফতারকৃত আরজান মিয়া প্রাথমিক জিঙ্গাসাবাদে জানিয়েছে সে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে নিজ এলাকাসহ বাড়ীর আশেপাশের এলাকায় বিক্রি করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। ঘোড়াঘাট থানায় তার বিরুদ্ধে আগেরও ৫টি মামলা আছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে