চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিন ঝরে পড়ল ৮৪ জন শিক্ষার্থী। তার মধ্যে মতলব উত্তরে ৪৬ জন ও মতলব দক্ষিণে ৩৮ শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।
মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, ২০২৫ সালে মতলব উত্তর উপজেলায় পরীক্ষার প্রথম দিনে এসএসসি(বিষয়-বাংলা ১ম পত্র) ,এসএসসি (ভোকেশনাল) বিষয়: বাংলা-২ ও দাখিল(বিষয়- কুরআন মাজিদ ও তাজবিদ) পরীক্ষায় ১০ কেন্দ্রের অধীনে ৩ হাজার ৮শ'১৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহণ ৩ হাজার ৭শ' ৬৮ জন। অনুপস্থিত ছিল ৪৬জন। তারমধ্যে এসএসসিতে ৩হাজার ১শ'২০ জনের মধ্যে অনুপস্থিত ছিল ২৮ জন। এসএসসি (ভোকেশনাল) ২শ'৩৮ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৫ জন ও দাখিলে ৪শ'২৮ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১৩ জন। মোট অনুপস্থিতির মধ্যে ছাত্র ১২ জন ও ছাত্রী ৩৪ জন।
মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, ২০২৫ সালে মতলব দক্ষিণ উপজেলায় পরীক্ষার প্রথম দিনে এসএসসি(বিষয়-বাংলা ১ম পত্র) ,এসএসসি (ভোকেশনাল) বিষয়: বাংলা-২ ও দাখিল(বিষয়- কুরআন মাজিদ ও তাজবিদ) পরীক্ষায় ৭ কেন্দ্রের অধীনে ২ হাজার ৩শ'৮২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহণ ২ হাজার ৩শ' ৪৪ জন। অনুপস্থিত ছিল ৪৬জন। তারমধ্যে এসএসসিতে ১হাজার ৬শ'৬৯ জনের মধ্যে অনুপস্থিত ছিল ২১ জন। এসএসসি (ভোকেশনাল) ২শ'১৩ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৩ জন ও দাখিলে ৫শ' জনের মধ্যে অনুপস্থিত ছিল ১৪ জন।
মতলব উত্তর উপজেলার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.রবিউল হক।
মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম পাটওয়ারী জানান, উপজেলায় ৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। প্রথম দিনের পরীক্ষাটি শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম জানান, উপজেলায় ৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। নিয়ম অনুযায়ী কেন্দ্র গুলো পরিচালিত হচ্ছে। অনিয়ম করার কোন সুযোগ নাই।