৪৬তম বিসিএস পরীক্ষার্থীদের সুবিধায় ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আংশিক স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৮:১৪ পিএম
৪৬তম বিসিএস পরীক্ষার্থীদের সুবিধায় ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আংশিক স্থগিত

সরকারি চাকরির স্বপ্নে বিভোর হাজারো পরীক্ষার্থীর দাবির মুখে অবশেষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের মে ও জুন মাসের নির্ধারিত কিছু মৌখিক পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ১০ এপ্রিল (বৃহস্পতিবার) প্রকাশিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় কমিশন।

পিএসসি জানিয়েছে, যেসব পরীক্ষার্থী চলমান ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং একই সঙ্গে তাদের মে ও জুন মাসে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় নির্ধারিত রয়েছে—เฉশুধুমাত্র তাদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। আগামী ১৬ জুনের পর দ্রুততম সময়ে এই পরীক্ষার্থীদের জন্য নতুন সময়সূচি ঘোষণা করা হবে।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলন। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন একদল প্রার্থী। এই বিক্ষোভের মূল দাবি ছিল, ৪৪তম বিসিএসের মৌখিক ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা একই সময়ে পড়ে যাওয়ায় অনেকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে—যা তাদের প্রস্তুতি ও অংশগ্রহণে বাধা সৃষ্টি করছে।

বিক্ষোভকারীদের হাতে ছিল নানা প্রতিবাদী স্লোগান লেখা প্ল্যাকার্ড। একটিতে লেখা ছিল, ‘৮ মে কবর দে’, আরেকটিতে ‘ফ্যাসিজম নট অ্যালাউড’, আবার কোথাও লেখা ‘ড্রিম পিএসসি’। এসব দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে কমিশন জরুরি সভায় বসে।

যদিও ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় আংশিক স্থগিতাদেশ দেওয়া হয়েছে, তবে পিএসসি ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার নির্ধারিত সময়সূচি পরিবর্তন না করার সিদ্ধান্তে এখনও অনড় রয়েছে। পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এ বিষয়ে বলেন, “লিখিত পরীক্ষার সময়সূচি যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে যেসব প্রার্থীর মৌখিক ও লিখিত পরীক্ষা একসঙ্গে পড়েছে, তাদের জন্যই মৌখিক সময় পেছানো হয়েছে।”

এই সিদ্ধান্তে পরীক্ষার্থীদের একাংশ কিছুটা স্বস্তি পেলেও, অনেকেই এখনও ৪৬তম বিসিএসের সময়সূচি পরিবর্তনের দাবিতে অনড়। তাদের মতে, নির্ধারিত সময়ের তুলনায় প্রস্তুতির সময় খুবই কম পাওয়া যাচ্ছে, ফলে পরীক্ষার মান ও ফলাফল ক্ষতিগ্রস্ত হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে