'মাদকের বিরুদ্ধে সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন' এমন স্লোগান বুকে ধারণ করে কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক,জুয়া, চুরি,হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গত শনিবার মানবিক সংগঠন আস্থা'র আয়োজনে উপজেলার টান সিদলা এলাকার সিদলা মোড়ে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করে স্থানীয় ছাত্র,যুবকসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ।
এ সময় বক্তব্য রাখেন মাদক বিরোধী সংগঠন 'আমানিকের' সদস্য শফিকুল ইসলাম এবং মানবিক সংগঠন আস্তার সদস্য ইশাত ও স্থানীয় সমাজসেবী আল আমিন পাঠান,সবুজ মিয়া, আকরাম হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা অবিলম্বে মাদক ও জুয়া বন্ধ না হলে আরো কঠিন কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক ও জুয়া এ অঞ্চলের অন্যতম বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এর ফলে সমাজে চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমের প্রসার ঘটছে। দ্রুত মাদক নির্মূল করতে না পারলে সামাজিক বন্ধন ভেঙে পড়বে।