হোসেনপুরে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৫, ০৩:০৯ পিএম
হোসেনপুরে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন

'‎‎মাদকের বিরুদ্ধে সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন' এমন স্লোগান বুকে ধারণ করে কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক,জুয়া, চুরি,হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন ‎কর্মসূচি পালন করা হয়েছে।

গত ‎শনিবার মানবিক সংগঠন আস্থা'র আয়োজনে উপজেলার টান সিদলা এলাকার সিদলা মোড়ে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করে স্থানীয় ছাত্র,যুবকসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ। 

‎এ সময় বক্তব্য  রাখেন মাদক বিরোধী সংগঠন 'আমানিকের' সদস্য শফিকুল ইসলাম এবং মানবিক সংগঠন আস্তার সদস্য ইশাত ও স্থানীয় সমাজসেবী আল আমিন পাঠান,সবুজ মিয়া, আকরাম হোসেন প্রমূখ।

‎এ সময় বক্তারা অবিলম্বে মাদক ও জুয়া বন্ধ না হলে আরো কঠিন কর্মসূচির ডাক দেওয়ার  হুঁশিয়ারি দেন। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক ও জুয়া এ অঞ্চলের অন্যতম বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এর ফলে সমাজে চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমের প্রসার ঘটছে। দ্রুত মাদক নির্মূল করতে না পারলে সামাজিক বন্ধন ভেঙে পড়বে।

আপনার জেলার সংবাদ পড়তে