আশাশুনি উপজেলার শ্রীউলায় দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে মৎস্য ঘের মালিককে বেদম মারপিট ও হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে গুরুতর আহত মৎস্য ঘের মালিক আতাউল্লাহ চৌধুরী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।
শ্রীউলা গ্রামের মৃত ইয়াকুব চৌধুরীর ছেলে আতাউল্লাহ চৌধুরী বাদী হয়ে দায়েরকৃত এজাহার ( নং ০৬, তাং ১২/০৪/২৫) সূত্রে জানাগেছে, বাদীর শ্রীউলা মৌজায় পৈত্রিক ও ডিডকৃত ৮৮ বিঘা জমির একই সীমানায় পাশাপাশি দুটি মৎস্য ঘের আছে। ১নং আসামী মোশাররফ হোসেন মনজু অন্য আসামী শাহিনুর সরদার, নজরুল ইসলাম নজুম, মামুন সরদার, আকিদ হাসান, রানাসহ অজ্ঞাতনামা আসামীদের নিয়ে বাদীর মৎস্য ঘেরে গিয়ে বলে, এখানে মৎস্য ঘের করতে হলে ৩ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। বাদী দাবীকৃত টাকা না দিয়ে গন্যমান্য ব্যক্তিদের অবহিত করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে বাদীকে খুন জখমের ষড়যন্ত্র করে আসছিল। গত ১১ এপ্রিল সকাল ৮.৩০ টার দিকে বাদী বাড়ি হতে মৎস্য ঘেরে যাওয়ার সময় মোস্তাকিম সাহেবের শ্রীউলা মৎস্য ঘেরের সামনে রাস্তায় পৌঁছলে আসামীরা দা, জিআই পাইপ, চাপাতি, হকস্টিক, হাতুড়িসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পথ আটকে দাবীকৃত টাকা চায়। টাকা দিতে অস্কীকার করলে মারপিট করে জখম করা হয়। এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে আঘাত করলে নাকে হাড়ভাঙ্গা জখম হয়। উপর্যুপরি মারপিটে শরীরের বিভিন্ন স্থানে জখম ও পায়ের উরু ফেটে যায়। পকেটে থাকা ৫০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়া হয়। বাদীর চিৎকারে স্বাক্ষীরাসহ পাশের লোকজন ছুটে গেলে এব্যাপারে মামলা করলে খুন করে লাশ গুমের হুমকী দিয়ে হামলাকারীরা চলে যায়। গুরুতর জখম বাদীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামীদের গ্রেফতারপূর্বক আইনে সোপর্ধ করতে জোর দাবী জানান হয়েছে।