মেঘনা সেতুতে ট্রাক বিকল হয়ে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজট

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ১০:২৭ এএম
মেঘনা সেতুতে ট্রাক বিকল হয়ে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজট

মেঘনা সেতুতে একটি রডবাহী ট্রাক উল্টে গিয়ে সেতুতে রড ছড়িয়ে পরায় যান চলাচল বিঘ্নিত হয়ে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ঢাকামুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে সেতুর ঢাকামুখী লেনে অতিরিক্ত রড বোঝাই ট্রাকটির চাকা বিকল হয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা রড সেতুর উপর ছড়িয়ে পড়লে ওই লেনে যান চলাচল বিঘ্নিত হয়। এতে যানবাহনের ধীরগতির কারণে ধীরে ধীরে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। তীব্র যানজট ছড়িয়ে পড়েছে মহাসড়কের মুন্সিগঞ্জ প্রান্তের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত।

এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, ট্রাক বিকল হয়ে যানজট সৃষ্টির বিষয়টি তিনি অবগত নন। খবর নিয়ে সমস্যা সমাধানের দ্রুত উদ্যোগ গ্রহণের কথা জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে