পদ থেকে সরে দাঁড়ালেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০৫:০৬ পিএম
পদ থেকে সরে দাঁড়ালেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া পদ থেকে সড়ে দাঁড়ালেন। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে তিনি দলের অস্থায়ী কার্যালয়ের দপ্তর সেলে পদত্যাগপত্রটি জমা দিয়েছেন।

শনিবার দুপুরে তিনি পদত্যাগের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। গত ১৭ এপ্রিল রাতে পদত্যাগপত্রটি দপ্তর সেলে জমা দিয়েছি।

তবে রাফিদ এম ভূঁইয়ার পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এনসিপি।

আপনার জেলার সংবাদ পড়তে