গাবতলীতে স্কুলছাত্র সিফাত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া): | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০৭:২৯ পিএম
গাবতলীতে স্কুলছাত্র সিফাত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

বগুড়ার গাবতলীতে সপ্তম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্র সিফাত (১৪) শ্বাসরোধ করে হত্যার মামলার প্রধান আসামী পলাতক কামরুল ইসলাম (৩২) কে ঢাকা থেকে  (২০ এপ্রিল)  দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে।

জানাগেছে,  গাবতলী পৌরসভার উঞ্চুরখী গ্রামের মোঃ হাফিজার রহমানের ছেলে সিফাত (১৪) সাথে উঞ্চুরখী উত্তরপাড়াএলাকার মোঃ মোন্তেজার রহমানের ছেলে অবিবাহিত  ইমরান হোসেন হাদু (৩৫) তৃতীয় লিঙ্গের সাথে  সুসম্পর্ক গড়ে ওঠে। মাঝে মধ্যে হাদুর বাড়ীতে যাওয়া আসা করত সিফাত।

ইমরান হোসেন হাদুর  পৈত্রিক সম্পত্তি সিফাতকে রেজিস্ট্রি করে দিবে বলে  মাঝে মধ্যে বলতো। একারনে মামলার ১ নং আসামি হাদুর ভাই কামরুল ইসলাম সহ অন্যান্য আসামী  সিফাত’কে হিংসা করতো ও সুযোগ বুঝে হত্যা করার পরিকল্পনা করে। সে মেতাবেক ৮ মার্চ রমজান মাসে ইফতারের পর সিফাত তার বাড়ীর পাশে ঈদগাহ মাঠে যায়। আসামী ইমরান হোসেন হাদু রাত ৮ টায় সিফাতকে তার বাড়ীতে নিয়ে যায়।

সেখানে সকল আসামীগন পূর্বপরিকল্পনা মোতাবেক  রাত  ৯ টায় ইমরান হেসেন হাদু'র শয়ন কক্েেষর ভেতর স্কুলছাত্র সিফাত কে গলায় গামছা পেচিয়ে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করে।

নিহত সিফাতের পিতা  হাফিজার রহমান বাদী হয়ে ১০ মার্চ গাবতলী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া, ২০ এপ্রিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  এজাহার নামীয় পলাতক ১ নং আসামী কামরুল ইসলাম (৩২)কে ঢাকা জেলার আশুলিয়া থানার গনকবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে।

আপনার জেলার সংবাদ পড়তে