হিমোফিলিয়া রোগে আক্রান্ত সোহাগের জন্য অর্থ সহায়তা প্রয়োজন

এফএনএস ( টাঙ্গাইল ) :
| আপডেট: ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৩২ পিএম | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৩২ পিএম
হিমোফিলিয়া রোগে আক্রান্ত সোহাগের জন্য অর্থ সহায়তা প্রয়োজন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার বাশী গ্রামের মৃত মো.  নুর হোসেনের ছেলে সোহাগ (২২) হিমোফিলিয়া নামে মারান্তক রোগে আক্রান্ত। এই রোগে রক্ত তঞ্চনে বা জমাট বাঁধতে সমস্যা হয় তাই একবার রক্তনালী কেটে গেলে আর রক্তপাত বন্ধ হয় না।শুধু পুরুষলোক এই রোগে আক্রান্ত হয়। বাবা না থাকায় দুইবোনের সাহায্য এবং নিজস্ব জমিজমা বিক্রি করে সোহাগ এ পর্যন্ত চিকিৎসা করেছেন। চিকিৎসার পিছনে  টাকা পয়সা খরচ করে তিনি এখন পথের ফকির। চিকিৎসকেরা জানিয়েছে সোহাগের চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন।

এমন অবস্থায় সোহাগের চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার মা। সাহায্য পাঠানোর ঠিকানা: সোহাগ, হিসাব নম্বর- ৬০৩২৭০১০০৮৭৮৬, সোনালী ব্যাংক, টাঙ্গাইল শাখা। এছাড়া সাহায্য পাঠানো যাবে ০১৮৯৩৭৩৩২২৫ (বিকাশ) মুঠোফোন নম্বরে।

আপনার জেলার সংবাদ পড়তে