মাধবপুরের সর্বত্র নিষিদ্ধ পলিথিনে সয়লাব

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০২:২৪ এএম
মাধবপুরের সর্বত্র নিষিদ্ধ পলিথিনে সয়লাব

হবিগঞ্জের মাধবপুর বাজারের সর্বত্র অবাধে চলছে নিষিদ্ধ পলিথিন এবং পলিপ্রোপাইলিন ব্যাগের ব্যবহার। সরকার দেশের বাজারে পলিথিন এবং পলিপ্রোপাইলিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করলেও এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী সরকারের এ নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যেই বিক্রি ও ব্যবহার করে যাচ্ছে। মাধবপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ব্যবসায়ীরা প্রকাশ্যেই নিষিদ্ধ পলিথিন ব্যাগে মাছ, মাংস ও সবজিসহ সব ধরনের পণ্য বিক্রি করছেন। ক্রেতা-বিক্রেতা কেউ মানছেন না পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা। বিকল্প সামগ্রী ব্যয়বহুল হওয়ায় বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করতে হচ্ছে বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা। মাধবপুর বাজারের আলু ব্যবসায়ী রেনু মিয়া বলেন, ‘৪-৫ দিন দোকানদারি করে দেখেছি, পলিথিন ছাড়া বিক্রি করলে বসে থাকা লাগে। পাশের বিক্রেতারা সবাই পলিথিন দেয়। দিশা না পেয়ে স্বপর বাবুর দোকান থেকে পলিথিন কিনে এনে এখন বিক্রি করছি। সবজি ব্যবসায়ী রহমত আলী জানান-মাধবপুর বাজারে পরেশ পাল, সুজিত পালের দোকান থেকে চড়া দামে পলিথিন এনে সবজি বিক্রি করতে হয়। জনৈক ব্যবসায়ী নাম প্রকাশ না করার সত্ত্বে জানান পাইকারী বিক্রিতে বানেশ্বরের সোহাগ মিয়া, গোয়ালনগরের রইছউদ্দিন, মহন মিয়া, টুক্কু মিয়া ও মুছা মিয়া শাহজীবাজার একটি ফ্যাক্টরি থেকে পলি ব্যাগ করে গুদামজাত করে। পরে চাহিদা অনুযায়ী তা বাজারে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক এম এফ রানা বলেন ‘আগে পলিথিন উপৎপাদন বন্ধ করতে হবে। যেসব দোকানে পলিথিন বিক্রি করে সেখানে অভিযান চালাতে হবে। একইসঙ্গে কম দামে পলিথিনের বিকল্প কিছু বাজারে আসুক। তাহলে পলিথিনের ব্যবহার এমনিতেই বন্ধ হয়ে যাবে।’ পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ এর উপপরিচালক আকতারুজ্জামান জানান অচিরেই মাধবপুরের বিভিন্ন বাজারে অবৈধ পলিথিন এব্য পলি ব্যাগের বিরুদ্ধে অভিযান চালানো হবে। উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহিদ বিন কাশেম জানান সরকার পলিথিন নিষিদ্ধ ঘোষণার পর থেকেই বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। ধীরে ধীরে এর ব্যবহার কমতে শুরু করেছে। ক্রেতাসাধারণ এবং ব্যবসায়ীদের পলিথিনের কুফল সম্পর্কে বুঝানো হচ্ছে। 

আপনার জেলার সংবাদ পড়তে