বেগমগঞ্জ স্কাউট কর্তৃক অরিয়েন্টেশন অনুষ্ঠিত

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৩ এএম
বেগমগঞ্জ স্কাউট কর্তৃক অরিয়েন্টেশন  অনুষ্ঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্কাউট কর্তৃক ৬৬৩ ও ৬৬৪ তম প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার শিক্ষকদের মাঝে একদিনের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।  গতকাল গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।  লাউতলি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় ও আরিফুর রহমানের সভাপতিত্বে অরিয়েন্টেশনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের আমি তোমাকে প্রধান আকর্ষণ ছিলেন স্কাউট কমিটির সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সদস্য ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক কমিটির সদস্যবৃন্দ, বর্তমান এডহক কমিটির আহবায়ক পদাধিকার বলে ইউএনও, আহবায়ক কর্তৃক মনোনীত স্কাউট সদস্য গনিপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন, কৃষ্ণরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নেয়ামত উল্লাহ এবং পদাধিকার বলে সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

আপনার জেলার সংবাদ পড়তে