মৌলভীবাজারের রাজনগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২টি মামলায় ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও অফিস সুত্রে জানাযায় উপজেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমান আদালতের অংশ হিসেবে সোমবার বিকলে (২১এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা কর্তৃক উপজেলার তারাপাশায় মনুনদী (১মখন্ড) বালুমহালে ইজারা বহির্ভূতভাবে বালি উত্তোলন ও পরিবহন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) এবং ১১ ধারা লংঘনের জন্য উক্ত আইনের ১৫ ধারায় ২ টি পৃথক মামলায় চারজনকে অভিযুক্ত করা হয়। তারা হলেন ১.মোঃ ইসমাইল হোসেন(২২) পিতা : হারুন মিয়া, সাং-পূর্ব নন্দীউড়া, কর্ণিগ্রাম, রাজনগর। ০২. জুনেদ আহমদ (২৪) পিতা: কয়েছ আহমেদ। ৩. মোঃ সেলিম উদ্দিন (৩০), পিতা : মোঃ আসমত আলী। ০৪. জুয়েল আহমেদ (৩৫) পিতা: ছুফি আহমদ। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) এবং ১১ ধারা মোতাবেক ৫,০০,০০০/-( পাঁচ লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।