হাতিয়ায় একটি বেসরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক চতুর্থশ্রেণির কর্মচারীকে মসজিদের ওজুখানায় মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী বাদি হয়ে সোমবার রাতে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার জাহাজমারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ওজুখানায় এ মারধরের ঘটনা ঘটেছে।
মামলার বিবরণে জানা যায়, চতুর্থ শ্রেনির কর্মচারী আফছার উদ্দিন হাতিয়া কমিউনিটি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আমিরুল মোমিন বাবলুর সময় থেকে হাতিয়া কমিউনিটি কলেজে নিয়োগ প্রাপ্ত হন। কলেজের প্রতিষ্ঠাতার সাথে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সে বিরোধের অংশ হিসেবে মামুনুর রশীদের বিরুদ্ধে সম্প্রতি একটি বিক্ষোভ মিছিল করে স্থানীয় এলাকাবাসী। এ সময় তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদকে কলেজ ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে।
ভুক্তভোগী কর্মচারী আফছার উদ্দিন বলেন, ওই দিন আমি মিছিলে উপস্থিত থাকার কারণে তার জের ধরে আজ মসজিদে যোহর নামাজ পড়তে গেলে ওজু খানায় আমার উপর আক্রমন করে। এ সময় তার কথার উত্তর দিলে আমাকে ক্যারাটি টাইপে হাত পা দিয়ে সমানের থেকে বেদড়ক মারধর করে। এক পর্যায়ে মাটিতে ফেলে বুকে পা দিয়ে চেপে ধরে। তখন উপস্থিত মুসল্লীরা আমাকে উদ্ধার করে। পরে আমি এ ঘটনায় থানায় একটি মামলা করি।
কর্মচারীকে মারধরের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদকে মুঠোফোনে জানতে চাইলে তার বিরুদ্ধে করা অভিযোগটি সত্য নয় বলে জানান তিনি।
এ বিষয়ে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম আমার দেশকে বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়ে তদন্তের জন্য জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠিয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।