বিআরটিএ'র বিশেষ অভিযান, ১৩টি মামলায় ১৫০০০ টাকা জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ০৪:৫২ পিএম
বিআরটিএ'র বিশেষ অভিযান, ১৩টি মামলায় ১৫০০০ টাকা জরিমানা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী এবং বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) সার্বিক তত্ত্বাবধানে ২৪/০৪/২০২৫ ইং খ্রিষ্টাব্দ তারিখে বিআরটিএ  চাঁদপুর  সার্কেল , জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এর সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মোটরযানের অতিরিক্ত গতি, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা, হাইড্রোলিক হর্ন ,অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করণে মোবাইল কোর্ট পরিচালিত হয়।  অভিযানে  মোট ১৩টি মামলায় ১৫০০০ টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর সার্কিড হাউস প্রাঙ্গনে মোবাইল কোর্ট পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে  বিআরটিএ, চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট অংশীজন  উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে