হত্যাকান্ডের শিকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের গ্রামের বাড়ি ময়মসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে কবর জিয়ারত করলেন ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। পরে তিনি নিহতের বাবা-মায়ের সাথে কথা বলার পর উপস্থিত সাংবাদিকদের বলেন। বৈষম্যবিরোধী বনানীতে যারা নের্তৃত্বে রয়েছেন তাদের বেশ কয়েক জন জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছেন। হত্যাকান্ডের মুল নের্তৃত্ব সহ প্রায় সকল আসামী গ্রেফতার করা হয়েছে। কিন্ত হত্যাকান্ডের নেপথ্যে যে দুই নারী রয়েছেন তাদের এখনো গ্রেফতার করেনি পুলিশ।
তিনি আরো বলেন তরুন প্রজন্ম যদি একবার বিপথগামী হয়ে যায়, সে প্রজন্মকে আর সুপথে নিয়ে আসা যাবে না। এখনো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগের বেশ কিছু অনুসারীরা স্বপ্ন দেখছে। তারা বড় ধরণের ষড়যন্ত্রের মাধ্যমে আবারো বাংলাদেশের রাজনীতিতে পুর্ণবাসিত হওয়ার চেষ্টা করছে। জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকান্ডের পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্ব মামলা না নেয়ার জন্য সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা জড়িত তাদের যেনো আসামী না করা হয়। তারা যে প্রেস কনফারেন্স করেছে এটি তাদের নেতৃত্বের ইমমেচ্যুরিটি বলে মনে করবো। ছাত্রদল ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আমরা পাভেজের পরিবারকে আশ্বস্থ করেছি তারা তাদের একমাত্র ছেলে সন্তানকে হারিয়েছে। কিন্ত, ভালুকা উপজেলার ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীরা তাদের সন্তান হিসাবে সবসময় পাশে থাকবে।
জাহিদুল ইসলাম পারভেজের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিবারকে অজ্ঞাত নাম্বার থেকে প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে। পারভেজের ছোটবোন মাইলস্টোন কলেজে পড়াশোনা করেন। সে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাড়ে আট মাসে দেশে আইনশৃংখলার ব্যাপক অবনতি ঘটেছে এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপর সরকারের কন্ট্রোল রয়েছে কিনা সন্দেহ রয়েছে। বৈষম্যবিরোধীরা চাঁদাবাজি,টেন্ডার বাজিসহ নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ছেন। ছাত্রদল চাঁদাবাজি বা সন্ত্রাসী করে না। ছাত্র দলের কোন কর্মী যদি একটি অন্যায় কাজ করেও ফেলে তাহলে তারা সমগ্র ছাত্রদল নিয়ে অপপ্রচার চালায়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, মশিউর রহমান মামুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা, সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক দাউদ রায়হান, মহানগর ছাত্রদলের সভাপতি নাঈমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান শাকিব আল হাসান হানিফ,শামীম প্রমুখ। এর আগে জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকীদের ফাঁসির দাবিতে ভালুকা সদরে অনুষ্ঠিত বিষ্কোভ মিছিলে অংশ নেন।