ভোলার দৌলতখানে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ২৪ এপ্রিল দিবাগত গভীর রাতে মদনপুর চরে কোস্টগার্ডের একটি চৌকস দল অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করে। অভিযানকালে আটককৃত ডাকাতদের থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড কার্তুজ এবং কিছু জাল টাকার নোট উদ্ধার করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোঃ সিয়াম- উল - হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে শুক্রবার বেলা ১১ টার সময় এ তথ্য জানিয়েছেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিচ্ছিন্ন চর মদনপুর চরে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড কার্তুজ এবং ৯ হাজার জাল টাকাসহ তিন ডাকাতকে আটক করা হয়। আটককৃত ডাকাতরা হচ্ছে : আলাউদ্দিন (৪৫) জহির উদ্দিন (৪৮) ও লোকমান (৪২)। আটককৃত এসব ডাকাতরা সবাই মদনপুর চরের বাসিন্দা। কোস্টগার্ড জানায়, উদ্ধারকৃত অবৈধ এসব অস্ত্র ও আটকৃত ডাকাতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল অব্যাহত রেখেছে বলে জানিয়েছে।