বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্য থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর সাংবাদিকদের বললেন, তারেকের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা হয়েছে। সব মামলা থেকে নাম প্রত্যাহারের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।
তিনি আরও যোগ করে বলেন, ন্যূনতম সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিতে হবে। বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবিলা করা চ্যালেঞ্জিং আলোচনার মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের সংকট সমাধান করতে হবে।
রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. নাহিদ ইসলামের এমন মন্তব্যের বিষয়ে ফখরুল ইসলাম বলেন, তথ্য উপদেষ্টার এমন বক্তব্য রাজনীতিবিরোধী। রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করেছে এবং করছে।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল ও তার স্ত্রী।