আওয়ামী সরকারের আমলে সাবেক ৫ সংসদ সদস্য (এমপি) এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সদ্য নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি বলেন, দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বে প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই যা আদালতে পাঠানো হবে।
দুদকের নতুন কমিশনের প্রথম দিনেই সাবেক ৫ সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা প্রাপ্তরা হলেন-আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম- ফেনী-১। নূর নবী চৌধুরী শাওন, ভোলা-৩, আবু জাহির হবিগঞ্জ-৩। এইচ এম ইব্রাহিম, নোয়াখালী -১, এবং ৫। নুর উদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর-২। একই সাথে তাদের স্ত্রী, ছেলে-মেয়েদেরও বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে।
তাদের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাতসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন দুদক।