বাবুগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৫, ০৪:৫৮ পিএম
বাবুগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (৩০ এপ্রিল) প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ ফারুক আহমেদ। 

২০২৪/২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচিতে ১ শত ৫০ জন কৃষককে রোপা আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে দেওয়া হয়। 

বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমানা শারমিন রিপা'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মোঃ রহমাতুল্লাহ, অতিরিক্ত  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল করিম হাওলাদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ রিয়াজুল ইসলাম ওমর সহ শতাধিক প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলে।

আপনার জেলার সংবাদ পড়তে