কাউখালীতে শব্দ দূষণ সৃষ্টিকরার অপরাধে অর্থদণ্ড

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর)
| আপডেট: ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:০৫ পিএম | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:০৫ পিএম
কাউখালীতে শব্দ দূষণ সৃষ্টিকরার অপরাধে অর্থদণ্ড

পিরোজপুরের কাউখালীতে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় শব্দ দূষণ সৃষ্টিকারী নিষিদ্ধ হাইডোলিক হর্ন ব্যবহার করার অপরাধে মহাসড়কে চলাচলকারী বাস ও ট্রাকসহ ৭টি যানবাহনের ড্রাইভারকে ৪ হাজার ৫০০শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনা করেন, কাউখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী ও পুলিশের একটি টিম।

আপনার জেলার সংবাদ পড়তে