দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি পুলিশ ক্যাম্পের সামনের নয়ন মন্ডলের ভ্যান গ্যারেজ থেকে চুরি হওয়া ভ্যান উদ্ধার হয়েছে। এ সময় মাদক ও চোর সিন্ডিকেটের এক সদস্য সুমন (৩৯) গ্রেফতার হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার আনুমানিক রাত ২টার সময় সেনহাটি পুলিশ ক্যাম্পের সামনের নয়ন মন্ডলের ভ্যান গ্যারেজ। উক্ত গ্যারেজ থেকে রোববার দিবাগত রাত ২টার দিকে চুরি হয় ভ্যান চালক মোঃ বিপ্লব মীরের ভ্যান। ভ্যান চালক ও ভ্যান গ্যারেজ মালিক এবং এলাকাবাসী এলাকার সবখানে চুরি হওয়া ভ্যান খোঁজাখুঁজি করে কিন্তু ভ্যানের কোনো সন্ধান না পেয়ে সোমবার রাত ৯ টায় থানায় অভিযোগ করে। পরের দিন মঙ্গলবার সকালে পুলিশ ক্যাম্পের পাশে মন্দিরের সিসিটিভি ফুটেজ চেক করে এবং সেখানে দু'জনকে ভ্যান নিয়ে যেতে দেখা যায়।
এলাকাবাসী সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহ বসত চন্দনীমহল উত্তর পাড়ার বাসিন্দা সুমন শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে ধরে এনে নিজেদের আয়ত্বে এনে জিজ্ঞাসাবাদ করে এবং ভ্যান চুরির বিষয়ে স্বীকার স্বীকার করে। সুমন শেখ উত্তর চন্দনীমহল (বোগদিয়া) নিবাসী মোঃ শহিদ শেখের পুত্র।
এদিকে চোর ও মাদক সিন্ডিকেটের পক্ষ থেকে সুমন শেখকে লোকজন ধরে নিয়ে মেরে ফেলবে ওকে উদ্ধার করার কথা জানালে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর নির্দেশনায় ওসি তদন্ত হেলালুজ্জামান ও এস আই তারেকসহ সঙ্গীয় ফোর্স এসে সুমনকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ভ্যান দিয়ে দিবে বলে জানায়। পুলিশ সুমন শেখকে আরো জিজ্ঞাসাবাদের জন্য দিঘলিয়া থানায় নিয়ে যায়। এলাকাবাসী এ সময় পুলিশের কাছে চোর মাদক সিন্ডিকেটের সকল সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের এবং এলাকায় যেন দ্বিতীয়বার কেউ কোনো কিছু চুরি করার সাহস না পায় এ অবস্থা সৃষ্টির দাবী জানায়। পুলিশ এলাকাবাসীকে চোরের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনার বিষয়ে আস্বস্ত করে। এদিকে ভ্যান মালিক বিপ্লব ভ্যানের সন্ধান পেয়ে লোকজন সাথে নিয়ে সেনহাটির উত্তরচন্দনীমহল (বোগদিয়া) রাঙ্গার কোয়ার্টার এলাকা থেকে ভ্যান উদ্ধার করে দিঘলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এবিষয়ে এস আই তারেক এ প্রতিবেদককে জানান, সুমনকে জিজ্ঞেসাবাদ করে চুরির সাথে জড়িত থাকার ব্যাপারে তনী শেখের (৩৬) নাম স্বীকার করেছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং ১৬ ,তারিখ ২৯/০৪/২০২৫ ইং।