সরাইলে ছাত্রলীগ নেতা সজিব গ্রেপ্তার

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১ মে, ২০২৫, ০২:৫৩ পিএম
সরাইলে ছাত্রলীগ নেতা সজিব গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্রলীগ নেতা আরাফাতুজ্জামান সজিবকে (২৫) গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে এস আই আবির আহমেদ ও এস আই রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল গ্রামে অভিযান চালিয়ে সজিবকে গ্রেপ্তার করেন। সজিবকে মাওলানা সুলতান উদ্দিন বাদী হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিব। আইরল গ্রামের আবু তাহেরের ছেলে ছাত্রলীগ নেতা সজিব গত বছরের ৫ আগষ্টের পর বেশ কিছু দিন আত্মগোপনে ছিলেন। অতিসম্প্রতি সজিব নিজ বাড়ি ও আশপাশের এলাকায় বিচরন শুরূ করেন। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে আইরল গ্রামে সজিবদের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ সজিবকে গ্রেপ্তার করেন। উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের সুলতান উদ্দিনের দায়ের করা কাটানিশার গ্রামের লিটন মিয়া হত্যা মামলায় সজিবকে আসামী করে গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। নিহত লিটন মিয়া ও ছাত্রলীগ নেতা সজিব একই ইউনিয়নের পাশাপাশি গ্রামের বাসিন্দা। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ নেতা সজিবকে সুলতান উদ্দিনের দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরূদ্ধে আর কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে