সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকালে টিপনা শেখ আমজাদ মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা,আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিশ্বাস আখতার হোসেন, ডুমুরিয়া ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ মোড়ল, অধ্যাপক মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার,আইনজীবী মোঃ খালিদ হোসেন, শিল্পপতি মোঃ হাবিবুর রহমান,ব্যবসায়ী নেতা শাহজাহান জমাদ্দারএবং সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাপ্পী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ডাক্তার বিশ্বাস আক্তার হোসেনের নেতৃত্বে ১১জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেনএবং ফ্রি ঔষধ বিতরণ করেন।