সাতক্ষীরা সদর হাসপাতালে হামলার ঘটনার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিককে নির্দেশক্রমে বহিস্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে লিখিত একপত্রে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
তবে সাতক্ষীরা সদর হাসপাতালে হামলার ঘটনা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি ওই পত্রে। সোহেল আহমেদ মানিককে এড্রেস করে ওই পত্রে বলা হয়Ñ "সাতক্ষীরা জেলার একজন দায়িত্বশীল নেতা হয়েও আপনি দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও একজন স্কুল শিক্ষকের সাথে অসাধাচরণসহ নানা সংঘাতমূলক কর্মকান্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিস্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।"
দলীয় প্যাডে ০৩ মে ২০২৫ তারিখে বিএনপি/বহিস্কার/৭৭/৭৩/২০২৫ নং স্মারকের একপত্রে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিককে বহিষ্কার করা হয়েছে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে।
পত্রের অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিবকে।
প্রসঙ্গত, ৩ এপ্রিল সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ওই হামলায় সাতক্ষীরা সদর হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর ও কর্তব্যরত নার্স-ডাক্তারকে মারপিটের অভিযোগে মামলা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করেছেন এবং ঘটনার বিবরণ শুনেছেন।