ব্রাজিল নাকি রিয়াল— আনচেলত্তির সিদ্ধান্ত জানতে অপেক্ষা আরও কিছুদিন

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৩ মে, ২০২৫, ০৭:৩৯ পিএম
ব্রাজিল নাকি রিয়াল— আনচেলত্তির সিদ্ধান্ত জানতে অপেক্ষা আরও কিছুদিন

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ডাগআউটে কার্লো আনচেলত্তির সময় ফুরিয়ে এসেছে কিনা, সে প্রশ্ন এখন ক্লাবপাড়ায় বড় আলোচনার বিষয়। চলতি মৌসুমের শুরুতে তিন শিরোপার জন্য লড়লেও এখন একমাত্র লা লিগাতেই টিকে রয়েছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে থেকে বিদায় নেওয়ার পর থেকেই আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে।

এমন পরিস্থিতিতে আনচেলত্তির নাম জড়িয়ে সবচেয়ে বেশি যে গুঞ্জন ঘুরপাক খাচ্ছে, তা হলো— তিনি নাকি ব্রাজিল জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন। তবে এসব আলোচনায় খুব একটা গুরুত্ব দিচ্ছেন না অভিজ্ঞ ইতালিয়ান কোচ। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, “২৫ মে’র আগে ভবিষ্যৎ নিয়ে আমি কিছু বলব না।”

চলতি মৌসুমে ১০ দিনের ব্যবধানে রিয়ালের দুইটি শিরোপা হাতছাড়া হয়— প্রথমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনালের বিপক্ষে হার, এরপর কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার কাছে পরাজয়। দুই গুরুত্বপূর্ণ শিরোপা থেকে ছিটকে পড়ার পর অনেকেই ধারণা করছেন, লা লিগা শেষ হলেই আনচেলত্তির বিদায় ঘণ্টা বাজবে।

তবে লা লিগার ট্রফির দৌড়ে এখনো রিয়াল পুরোপুরি ছিটকে যায়নি। পাঁচ রাউন্ড বাকি থাকতে বার্সেলোনার থেকে ৪ পয়েন্ট পিছিয়ে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আনচেলত্তির দল। শনিবার রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে জয় পেলে ব্যবধান কমে আসবে ১ পয়েন্টে। এরপর সেল্তা ভিগোর বিপক্ষে জয়ের বিকল্প নেই দলটির সামনে।

এমন পরিস্থিতিতে কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ কিংবা ব্রাজিলের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন,

“আমি পরিষ্কারভাবে বলতে চাই— এই ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। কিন্তু এখন ভবিষ্যৎ নিয়ে নয়, শুধু চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতেই মনোযোগ দিচ্ছি। ২৫ মে’র আগে এ নিয়ে কোনো প্রশ্নের জবাব দিতে চাই না।”

স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ৩২ দলের ক্লাব বিশ্বকাপের আগেই রিয়াল মাদ্রিদ আনচেলত্তির সঙ্গে চুক্তি ছিন্ন করতে চায়। যদিও ক্লাব কিংবা কোচ— কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

উল্লেখ্য, দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আনচেলত্তি জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগাসহ একাধিক ঘরোয়া শিরোপা। এই অভিজ্ঞ কোচের ভবিষ্যৎ সিদ্ধান্ত তাই শুধু রিয়াল নয়, বিশ্ব ফুটবলের নজরেও এখন প্রধান আকর্ষণ।

আপনার জেলার সংবাদ পড়তে