নির্বাচন নয়, মুলা ঝুলিয়ে রাখা হচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৪ মে, ২০২৫, ০৪:২৭ পিএম | প্রকাশ: ৪ মে, ২০২৫, ০৩:৫৯ পিএম
নির্বাচন নয়, মুলা ঝুলিয়ে রাখা হচ্ছে : রিজভী

বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির আয়োজিত একাধিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, "রাখাইন ইস্যুতে সরকার লুকোচুরি করছে। জনগণের ম্যান্ডেটবিহীন অন্তর্বর্তী সরকার স্বচ্ছতার বদলে কূটকৌশলে ব্যস্ত। মানবিক করিডর নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জনগণকে জানানো হচ্ছে না। এতে সন্দেহ দানা বাঁধছে—সরকার কি কিছু গোপন করতে চাইছে?" তিনি আরও বলেন, "অন্তর্বর্তী সরকারের অবস্থান এমন যে, তারা নির্বাচন চায় না। বরং নানা অজুহাতে সময়ক্ষেপণ করছে। কখনো বলা হয় ডিসেম্বরে, কখনো ফেব্রুয়ারিতে আবার কখনো জুনে নির্বাচন হবে—কিন্তু কোনোটিই নিশ্চিত নয়। এতে করে জনগণ বিভ্রান্ত ও আশাহীন হয়ে পড়ছে।"

তিনি অভিযোগ করেন, “এ সরকার নির্বাচিত না বলেই ভারতের অন্যায্য সিদ্ধান্তের প্রতিবাদ করতে পারছে না। ভারত যখন ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, তখন বাংলাদেশ নীরব থেকেছে। অথচ আমাদের ভূখণ্ড ব্যবহার করে ভারতের পণ্য যাতায়াত করছে। এ অবস্থায় সরকারের নীরবতা আত্মমর্যাদাহীনতারই পরিচায়ক।”

একই দিনে, প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিএনপির আরেকটি কর্মসূচিতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, "নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদী শক্তিগুলো ষড়যন্ত্রের সুযোগ পাবে। দেশের স্বার্থে অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে হবে।"

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, "বাকস্বাধীনতায় বিশ্বাসী বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে। জিয়াউর রহমান বাকশালের আমলে বন্ধ হওয়া গণমাধ্যম পুনরায় চালু করেছিলেন।"

এছাড়া সকালে বিএনপির গুলশান কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বিএনপি নেতারা। বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, "রাশিয়া চায় বাংলাদেশে একটি নির্বাচিত সরকার গঠিত হোক। দক্ষিণ এশিয়ায় নিরাপত্তাহীনতা তারা দেখতে চায় না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ, প্রয়োজনে সময় কিছুটা বাড়ানো যেতে পারে।"

রিজভী তার বক্তব্যে আরও বলেন, "প্রশাসনে এমন অনেক লোক রয়েছে যারা গিরগিটির মতো রঙ পাল্টাচ্ছে। তারা নিজেদের সুবিধা মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। বিএনপিবিরোধী এই দোসরদের রুখতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।"

তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, “যে বিচারক খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন, তিনি এখনো কীভাবে বিচারপতির দায়িত্বে থাকেন?”

প্রতিবাদ সমাবেশে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদল নেতা মেহবুব মাসুম শান্তসহ ছাত্রদলের একাধিক নেতাও উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে