সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক চক্রান্ত: ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৪ মে, ২০২৫, ০৪:১৫ পিএম
সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক চক্রান্ত: ফখরুল

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রোববার (৪ মে) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ তিনি দাবি করেন, দেশে সংস্কারের সূচনা বিএনপির হাত ধরেই হয়েছে এবং বিএনপি কখনোই গণমাধ্যমের স্বাধীনতা বা মতপ্রকাশের অধিকারের বিরুদ্ধে নয়।

জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদের এই আয়োজনে অংশ নিয়ে ফখরুল বলেন, “আমরাই একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থায় এসেছি। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় রূপান্তর করেছি। আমরা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করেছি।” অথচ, এসব বাস্তবতার পরও বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে প্রচারের পেছনে রাজনৈতিক স্বার্থ কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, “ক্ষমতায় থাকি আর না থাকি, বিএনপি বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং থাকবে। অন্যের মত চাপিয়ে দেওয়াকে আমরা সমর্থন করি না।” তিনি অভিযোগ করেন, বর্তমানে সংবাদমাধ্যমে প্রকাশিত মতামতের কারণে কেউ কেউ হুমকি-ধামকি দেয়, প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়ার ভয় দেখায়—এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়।

তিনি বলেন, “আমরা বলি না, আমরা ধোয়া তুলসী পাতা। তবে এটুকু নিঃসন্দেহে বলা যায়, সংবাদপত্রের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে বিএনপি। আজকের অনেক মিডিয়ার সূচনা আমাদের সময়েই হয়েছে।” তিনি আরও দাবি করেন, তাদের আমলে সাংবাদিকদের ওপর নিপীড়ন-নির্যাতনের ঘটনা তুলনামূলকভাবে অনেক কম ছিল।

বর্তমান সময়কে “ট্রানজিশন পিরিয়ড” আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “প্রেসের সামনে কথা বলতে গিয়ে কখনও কখনও আতঙ্ক কাজ করে। কেউ কথা বিকৃতভাবে তুলে ধরে, আবার কেউ সামাজিক মাধ্যমে ব্যক্তিগত চরিত্র হরণের প্রচেষ্টা চালায়। এটা খুবই দুঃখজনক।”

গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে ফখরুল বলেন, “আমার মতই সঠিক—এই চিন্তা যদি থাকে, তাহলে গণতন্ত্র কখনোই চর্চা করা সম্ভব নয়।”

সভায় আরও বক্তব্য দেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী এবং ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে