সৈয়দপুরে মসজিদের জায়গা দখল নিয়ে চলছে মিটিং মিছিল

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৪ মে, ২০২৫, ০৪:৫৯ পিএম
সৈয়দপুরে মসজিদের জায়গা দখল নিয়ে চলছে মিটিং মিছিল

নীলফামারীর সৈয়দপুরে জান্নাতুল ফেরদৌস মুন্সিপাড়া জামে মসজিদের প্রায় দেড় শতক জায়গা দখল নিয়ে চলছে মিটিং মিছিল। গত শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে ধর্মপ্রান হাজার হাজার মুসল্লী মসজিদের জায়গা উদ্ধারে একত্রিত হয়। তাদের দাবি মসজিদের জায়গা রাতের অন্ধকারে প্রতিবেশী রাজু ও জুয়েল নামে দুই ভাই দখল করে প্রাচীর দেয়ার চেষ্টা করে। এ সময় মসজিদ কমিটির লোকজন বিষয়টি জানতে পেরে তাদের অবৈধ কাজে বাঁধা দেন। কেন মসজিদের জায়গা নিজ দখলে নেয়া হচ্ছে এমন প্রশ্ন করলে দখলবাজরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

দখলবাজদের এমন আচরণে মসজিদ কমিটির লোকজন বিষয়টি নিয়ে কয়েক দফায় সভা করেন। এক পর্যায় এলাকাবাসীকে সাথে নিয়ে মসজিদের জায়গা দখল কাজে আবারো বাঁধা প্রদান করেন। 

কিন্তু দখলবাজ  রাজু ও জুয়েল কোন ভাবেই কারো কথা কর্ণপাত করেছে না। তারা এলাকার কতপয় যড়যন্তকারী লোককে ম্যানেজ করে বলা চলে গায়ের জোরে মসজিদের জায়গা দখল করে রেখেছে।

সাথে এলাকার সন্মানীত কতিপয় ব্যক্তির নামে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে।

বর্তমানে মসজিদের মুসল্লীগনের কাছে দখলবাজ দুই ভাই ২৪ ঘন্টা সময় চেয়ে নেন। ওই সময়ের মধ্যে তারা দখলকৃত মসজিদের জায়গা ছেড়ে দেবেন এমন প্রতিশ্রুতি দেয়।

চেয়ে নেয়া সময় অতিবাহিত হলেও তারা মসজিদের জায়গা ছেড়ে না দিয়ে উল্টো গোপনে পাকাকরণ কাজ করছে। এতে করে গোটা সৈয়দপুর শহরের প্রত্যেক মসজিদ কমিটি  মুসল্লীগনসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোপ সৃষ্টি করেছে। মসজিদের জায়গা দ্রুত সময়ে ছেড়ে দেয়া না হলে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা করা হচ্ছে।

এ বিষয়ে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান,ওই জায়গাটি মসজিদের নামে বরাদ্দ আছে। মসজিদের জায়গাটি দখলে নেয় দুই ভাই। আর এ নিয়ে চলছে মসজিদ কমিটির সাথে দ্বন্দ্ব। মসজিদের বরাদ্দকৃত জায়গা ছেড়ে দেয়াই ভাল।

এলাকার অনেকে জানান, মসজিদের জায়গা ছেড়ে দেয়া না হলে মুসল্লিরা তাদের আর কোন সময় দিবে না। প্রয়োজনে আমরা নিজেরাই মসজিদের জায়গা উদ্ধারে পদক্ষেপ নেব।

মসজিদের জায়গা দখল করে ভবন নির্মাণ বিষয়ে কথা হলে সৈয়দপুর পৌরসভার সাবেক শ্রেষ্ঠ কাউন্সিলর আকতার হোসেন ফেকু বলেন, এখন আমরা এক জাহেলী যুগে এসেছি। মানুষ এমন হতে পারে তা জানা ছিল না। মানুষ মসজিদ মাদ্রাসায় জমি দান করে আর এখন মানুষ মসজিদের জায়গা দখল করে ঘর বাড়ী তৈরী করছে। এটি অত্যন্ত নিন্দনীয়।

আপনার জেলার সংবাদ পড়তে