মুন্সিগঞ্জের গজারিয়া রাস্তা দখল করে ভবেরচর বাজার দুর্ভোগের শিকার হন এই রোডে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা ছাত্র ছাত্রীরা। রবিবার সকালে সরে জমিনে গিয়ে দেখা যায় কলেজ রোড হয়ে ভবেরচর বাজার দিয়ে যে রাস্তাটি এর ওপরে দখল করে ব্যবসায়ীরা তরকারি ও কাঁচা বাজার বিক্রি করছেন কোন প্রকার ভবেরচর বাজার কমিটি তদারকি না থাকায় চরম দুর্ভোগে করতে হয় এই রাস্তা দিয়ে চলাচলত যানবাহন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা বেশিরভাগ সময়ই এখানে করতে হয় যানজটে।
ব্যবসায়ীরা বলেন ভবেরচর কাঁচা বাজার ছোট আকারে হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা এভাবে রাস্তা দখল করে বেচাকেনা করতে হয় তারা বলছেন তাদেরকে বালি বরাত করে অন্য জায়গায় তাদেরকে বসিয়ে দিলে এই যানজট নিরসন হবে।
প্রতিদিন এই রাস্তা দিয়ে উপজেলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা আসা যাওয়ার খুবই কষ্ট হয় এবং প্রতিদিন ১০ থেকে ১২০০০ লোক এ রাস্তা দিয়ে আসা যাওয়া করে অটোরিকশা, সিএনজি, প্রাইভেট কার, মোটরসাইকেল, পিকআপ, চলাচল করে এতে জান ধরে অনেক সময় বসে থাকতে হয়।
এ বিষয়ে গজারিয়া নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম বলেন বিষয়টি আমার জানা আছে এ বিষয়ে পাশের জায়গায় বালু বরাত করে ওইখানে তাদেরকে বসিয়ে দিলে আর যানজটে পড়তে হবে না।