যেসব মোবাইলে আর চলবেনা হোয়াটসঅ্যাপ

এফএনএস আইটি
| আপডেট: ৫ মে, ২০২৫, ০২:১৪ পিএম | প্রকাশ: ৫ মে, ২০২৫, ০৮:৩০ এএম
যেসব মোবাইলে আর চলবেনা হোয়াটসঅ্যাপ

বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে নিয়মিত এটি ব্যবহার করেন। প্রতিদিন বিভিন্ন কাজে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান ব্যবহারকারীরা। এছাড়া বিনা মূল্যে অডিও ও ভিডিও কল করা যায় হোয়াটসঅ্যাপে। ব্যবহারকারীদের কাছে তুমুল জনপ্রিয় হওয়ায় একের পর এক ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত তাদের অ্যাপের সিকিউরিটি ও পারফরম্যান্স উন্নত করার জন্য নতুন আপডেট আনছে। সে কারণে পুরনো কিছু ফোন আর এই অ্যাপ সাপোর্ট করবে না। আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, যেসব আইফোনের আইওএস ১৫.১ বা তার নিচের ভার্সন চলছে সে সব ফোনেই আগামী ৫ মে থেকে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ঘোষণায় বলা হয়েছে,
iPhone 5S, iPhone 6, iPhone 6 Plus - এই তিনটি মডেল মে মাস থেকে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না। কারণ এই মডেলগুলোর সর্বোচ্চ আপডেটযোগ্য আইওএস ভার্সন হলো রঙঝ ১২। যা হোয়াটসঅ্যাপের নতুন ভার্সনের জন্য যথেষ্ট নয়। এছাড়া অন্যান্য আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে। যদি তাদের ফোনে এখনো আইওএস ১৫.১ বা তার আগের ভার্সন ইনস্টল করা থাকে। কীভাবে বুঝবেন আপনার ফোনে আইওএস ১৫.১ চলবে কি না?

আপনার আইফোনের সফটওয়্যার ভার্সন জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

- Settings-এ যান

- General সেকশনে যান

- এরপর ক্লিক করুন About

তারপর Software Update সেকশনে দেখুন, আপনার ফোনে কোন রঙঝ ভার্সন চলছে এবং কোনো আপডেট বাকি আছে কি না। যদি আইওএস ১৫.২ বা তার পরবর্তী ভার্সন ইনস্টল করা থাকে, তাহলে চিন্তার কিছু নেই। কিন্তু পুরনো ভার্সন থাকলে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থেকেই যায়।