রংপুরের পীরগাছায় গরীব ভাতিজার কবলাকৃত জমির ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে প্রভাবশালী আপন চাচার বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে উপজেলার কিশামত ঝিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভূক্তভোগীর অভিযোগে প্রেক্ষিতে থানা পুলিশ কতৃন করা ধান উদ্ধার করে এক ব্যক্তির জিম্মায় রেখে আসেন।
অভিযোগে জানা গেছে, ওই গ্রামের নয়া মিয়ার ছেলে অটো চালক আনোয়ার হোসেন ১৯৯২ সালে ৪২৪৬ নং দলিলমূলে তার আপন চাচা মোত্তালেব মিয়ার নিকট থেকে ৩৪ শতাংশ জমি ক্রয় করেন। যা পরে আনোয়ার হোসেনের নামে রেকর্ডভূক্ত হয়। আনোয়ার হোসেন এ জমিতে বোরো ধান রোপন করেন। ধানগুলো পাকলে গতকাল শুক্রবার সকালে তার অপর প্রভাবশালী চাচা আব্দুল মান্নান দলবল নিয়ে আনোয়ার হোসেনের রোপনকৃত ধানগুলো কেটে নিয়ে যায়। পরে আনোয়ার হোসেন পীরগাছা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ধানগুলো উদ্ধার করে আংগুর মিয়া নামে এক প্রতিবেশির নিকট জিম্মায় রাখেন।
ভূক্তভোগী আনোয়ার হোসেন বলেন, আমার ক্রয় করা জমি। রেকর্ডও আমার নামে হয়েছে। কিন্তু আমি গরীব মানুষ, তাই আমার চাচা প্রভাব খাটিয়ে ধানগুলো কেটে নিয়ে গেছে। আমি ন্যায় বিচার চাই।
জানতে চাইলে আব্দুল মান্নান বলেন, ধান ওই লাগাইছে, আমি কাটছি, এটা ঠিক আছে। কিন্তু ওই জমি ওর না, আমাদের। তার কোন জমি নাই। তাহলে ধান লাগাতে দিলেন কেন প্রশ্ন করা হলে তিনি বলেন, রাতে ধান লাগিয়েছে। এ নিয়ে অনেক বার বৈঠক হয়েছে, কিন্তু সমাধান হয়নি।
এ ব্যাপারে পীরগাছা থানার এসআই শাহনেওয়াজ বলেন, অভিযোগ পেয়ে ধানগুলো উদ্ধার করে একজনের জিম্মায় রাখা হয়েছে। উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে ডাকা হয়েছে। সমাধান হলে ভালো। না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।