ঝিনাইগাতীতে ১ হাজার ৩৮৬ বোতল ভারতীয় মদ জব্দ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১০ মে, ২০২৫, ০৪:৩৯ পিএম
ঝিনাইগাতীতে ১ হাজার ৩৮৬ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত ঘেঁষা গারো পাহাড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। শনিবার (১০ মে) ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকায় এ অভিযান চালানো হয়। তবে মাদক চোরাকারবারীদের কাউকে আটক করা যায়নি। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর পাঁচটার দিকে সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকায় মদ পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় আটটি ব্য্যাণ্ডের ১ হাজার ৩৮৬ বোতল মদ জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনাকালীন চোরাকারবারীরা পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে