আ-লীগের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিএনপির বিক্ষোভ

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ০৬:৫৬ পিএম
আ-লীগের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিএনপির বিক্ষোভ

বিএনপি নেতাকে আসন না দেয়ায় ও আওয়ামী লীগের একাধিক নেতাকে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ঘোড়াঘাটে ওপেন হাউস ডে অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের স্বৈচারের বিরুদ্ধে শ্লোগান বিক্ষোভ করে অনুষ্ঠান বর্জন করে ঘোড়াঘাট পৌর বি এনপির নেতা কর্মীরা। নেতৃত্ব দেন দিনাজপুর জেলা বি এন পির যুগ্ন সাধারন সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও ঘোড়াঘাট পৌরসভার তিন বারের মেয়র আব্দুস সাত্তার মিলন। শ্লোগান থেকে ওসি নাজমুল হককে অপসারন চাওয়া হয়। এক পর্যায়ে থানা ভবনের গেটের সামনে বিক্ষুদ্ধ নেতা কর্মীরা এক আওয়ামী লীগের কর্মীকে গনধোল্ইা দিলে পুলিশের ১০/১২জন সদস্য এসে তাকে রক্ষা করে। এক পর্যায়ে ওপেন হাউস ডেতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে  থানা চত্তর ত্যাগ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা পুলিশ সুপার মারুফ হোসেন মেয়র আব্দুস সাত্তার মিলনকে অনেক বুঝিয়ে মঞ্চে নিয়ে বসালে নেতা কর্মীরা আবার অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য রোববার (১১ মে) বেলা সাড়ে ৪টায় ঘোড়াঘাট পুলিশ প্রশাসনের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা সহাকারী কমিশনা (ভুমি) আব্দুল্লা আল মামুন কাওছার শেখ,ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়ামত উল্লা, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) নাজমুল হক। অনুষ্ঠানে বিভিন্ন পেশার লোকজন অংশ গ্রহন করেন।