চিকিৎসা খরচে অনুমতি ছাড়াই ১৫ হাজার ডলার

এফএনএস অর্থনীতি | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০৭:৩৯ পিএম
চিকিৎসা খরচে অনুমতি ছাড়াই ১৫ হাজার ডলার

বার্ষিক ভ্রমণ কোটার আওতায় একজনের পক্ষে বিদেশে চিকিৎসার জন্য বছরে ১৫ হাজার ডলার পর্যন্ত ছাড় করতে পারবে ব্যাংক। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না। এতদিন যেকোনো উদ্দেশ্যেই বিদেশে যাওয়া হোক সর্বোচ্চ ১০ হাজার ডলার খরচের সুযোগ ছিল। গতকাল সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভ্রমণ কোটায় বাড়তি ডলার খরচে চিকিৎসাসংক্রান্ত ব্যয়ের পক্ষে প্রমাণ থাকতে হবে। এ ক্ষেত্রে কার্ড বা সরাসরি ব্যাংকের মাধ্যমে বিদেশি হাসপাতালে চিকিৎসা বিল পরিশোধ করা যেতে পারে। চিকিৎসার বাইরে অন্য ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার খরচে করা সীমা বজায় থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে